রাজনীতি

বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

received 1569823240688598 690608f17cda0
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বারবার বলে আসছি জুলাই সনদ দেখে স্বাক্ষর করতে হবে। আমরা দেখে স্বাক্ষর করতে চেয়েছি অথচ বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে?

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলায় দলীয় কার্যাক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আগেই বলেছি, জুলাই সনদ আগে আমাদের দেখাতে হবে। কে ঘোষণা করবে, সেটা নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করব না। তাই আমরা স্বাক্ষর করিনি। তখন আমাদের বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে। আমরা সংস্কার প্রক্রিয়াকে পিছিয়ে দিতেছি। বাস্তবে তারাই এখন এ অবস্থানে আছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা একটা পর্যায়ে আসছে; কিন্তু বাস্তবের প্রক্রিয়ায় কেউ বলেছে পরবর্তী সংসদে বাস্তবায়ন করতে হবে। কেউ বলছে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি গণভোট কিংবা গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী সংসদে দুটি স্ট্যাটাস দিতে হবে। একই সঙ্গে গণপরিষদ দিতে হবে এবং রুটিন পার্লামেন্ট সেসব এক্টিভিটির মধ্য দিয়ে চলবে। মূলত সংকটের জায়গা হচ্ছে এটি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা নিয়েছে। কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থায় দৃশ্যত দেখা যাচ্ছে, বর্তমানে বাংলাদেশে দুটি দলে ভাগ হয়েছে। সংস্কারের পক্ষে যারা আছে তাদের মনে হয় সংস্কারের কাছাকাছি অবস্থানে আছে। আর যারা বিপক্ষে অবস্থান আছে তাদের মনে হয় সংস্কারের পক্ষ থেকে চলে গেছে।

তিনি বলেন, শাপলা নিয়ে আমরা শুরুতেই বলেছি নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। আমরা নির্বাচন কমিশনকে দেখেছি ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে। আমাদের চাওয়া শাপলা প্রতীকের বিপরীতে শাপলা কলি প্রতীক তালিকায় অন্তর্ভুক্তি করেছে কোন নীতিমালায়। আমরা কেন শাপলা কলি প্রতীক নেব।

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সেলিম, বিভাগীয় যুগ্ম সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.