ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ২৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ নিলামে বিক্রি হয়েছে। যার দাম হয়েছে ৬৮ হাজার টাকা।
রোববার (২ নভেম্বর) সকালে পাঙ্গাশ মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন। তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের তার মৎস্য আড়তে মাছটি রেখে দিয়েছেন।
এর আগে রোববার ভোররাতের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার হালিম সরদারের আড়ৎ থেকে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ৎ ঘরে বিশাল আকারের এই পাঙ্গাশটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ১২০ টাকায় পাঙ্গাশটি কিনে নিই। এখন বিক্রির জন্য নিজের আড়ৎঘরে এনে রেখেছি। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই পাঙ্গাশটি বিক্রি করব।
তিনি আরও বলেন, এই মৌসুমে ২৬ কেজির মতো পাঙ্গাশ মাছ হাতে গোনা এক-দুটি ধরা পড়েছে। এত বড় পাঙ্গাশ মাছ পেয়ে জেলেরা যেমন খুশি হয়েছেন, ব্যবসায়ী হিসেবে আমিও অনেকটা খুশি হয়েছি। পাঙ্গাশটি বিক্রির জন্য নারায়ণগঞ্জের বাসিন্দা, জাপান প্রবাসী এক ব্যক্তির সঙ্গে কথা চলছে। তিনি পাঙ্গাশটি কেনার আগ্রহ দেখিয়েছেন। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করে দেবো।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত