ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর বাড়তে থাকা হামলা ও নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায়।
সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, সত্য অনুসরণের পথে সাংবাদিকরা যে বাড়তে থাকা বিপদগুলোর মুখোমুখি হচ্ছেন, তার মধ্যে রয়েছে মৌখিক নির্যাতন, আইনগত হুমকি, শারীরিক হামলা, কারাদণ্ড, নির্যাতন এবং এমনকি মৃত্যু।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, চলুন একসঙ্গে দাঁড়াই, সাংবাদিকতার স্বাধীনতার জন্য লড়াই করি, দায়বদ্ধতার দাবি জানাই এবং নিশ্চিত করি যে যারা ক্ষমতার সামনে সত্য বলছেন তারা যেন ভয় ছাড়া তা করতে পারেন।
সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবসটি প্রতি বছর ২ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে পালন করা হয়ে থাকে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত