ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দপ্তর সেলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত ৩১ অক্টোবর দলটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে দলের যুগ্ম সদস্যসচিব বা সাধারণ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করতে ইচ্ছুক। দলীয় বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিফাত পদত্যাগপত্রে উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি আন্তরিকতার সঙ্গে দপ্তর সেলের দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় নাগরিক কমিটিতে সহ-মুখপাত্রের দায়িত্বও সম্পাদন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার উপলব্ধি হয় যে, দলকে প্রাতিষ্ঠানিকভাবে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে তিনি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না। তার মতে, এ সংক্রান্ত বহুবিধ সাংগঠনিক কারণ বিদ্যমান, যা তিনি আগেও দলীয় নেতৃত্বের কাছে তুলে ধরেছেন।
তিনি আরও লিখেছেন, নিজস্ব সীমাবদ্ধতা ও সাংগঠনিক অসহযোগিতার প্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় দপ্তর সেলের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি দলের যুগ্ম সদস্যসচিব বা সাধারণ সদস্য হিসেবে যেকোনো কার্যক্রমে সম্পৃক্ত থাকতে আগ্রহী।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত