ইত্তেহাদ নিউজ,অনলাইন : খুলনা বিভাগের ৩টি আসনে বিএনপির প্রয়াত নেতাদের উত্তরসূরী হিসেবে তাদের ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন- যশোর-৩ (সদর) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ-৩ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা। তিনি ওই আসনের বিএনপির চারবারের এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আহসানুল হক মোল্লার ছেলে।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করার কথা রয়েছে।
জানা যায়, যশোর-৩ (সদর) আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি যশোর জেলার পাশাপাশি খুলনা বিভাগের ১০ জেলায় বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে চারবারের সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টার। তার মৃত্যুর পর ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বাবার রাজনীতির ময়দানে হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি সংগঠিত হয়েছে। সেই রনি এবার বাবার আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা। তিনি ওই আসনের বিএনপির চারবারের এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আহসানুল হক মোল্লার ছেলে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত