কাঠালিয়ায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈকতের প্রস্তুতি সভা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত।
অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহসভাপতি খাইরুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম কবির, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জিয়ামঞ্চ ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মো. বাদল হাওলাদার, কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি এবং মহিলাদল সভানেত্রী লীনা পারভীন।
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির নেতা মজিবুল হক পান্না গোলদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. পলাশ গোলদার।বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



