নড়াইলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪


ইত্তেহাদ নিউজ,নড়াইল : অনলাইনে বিভিন্ন পণ্যের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এর ফলে শত শত পরিবারকে হতে হচ্ছে নিঃস্ব।
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুর গ্রামে সোমবার (৭ জুলাই) সকাল থেকে ৮ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো- উপজেলার রঘুনাথপুর গ্রামের শুকুর আলী মুন্সির ছেলে মুসাব্বির মুন্সি সিপাতুল্য, যাদবপুর গ্রামের শেখ বাহার উদ্দিনের দুই ছেলে নাজমুল হুসাইন ও বাপ্পি হাসান ওভি। একই গ্রামের আফসার মীনার ছেলে রনি মীনা।
ভুক্তভোগী আহাদ বলেন, একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় পর্যায়ক্রেম ১ লাখ ৯৫ হাজার টাকা তাদের দিয়েছি। গাড়ি দেওয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে। আটক ৪ প্রতারকের কঠোর শাস্তি দাবি করছি।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলাম বলেন, অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও প্রতারণা সংক্রান্তের মামলায় গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এবং পেইজগুলোকে টাকা দিয়ে বুস্টিংয়ের মাধ্যমে অধিক মানুষের কাছে তাদের লোভনীয় বিজ্ঞাপন পৌঁছে দেয় এবং প্রতারণা করে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।