বাংলাদেশ বরিশাল

বরিশাল সিটি করপোরেশন: পদ নেই তবুও কর্মকর্তা সৈয়দা তাবাচ্ছুম ইসলাম

bcc tabassum
print news

ইত্তেহাদ  নিউজ অনলাইন : বরিশাল সিটি করপোরেশনের টাউন প্লানার বা নগর পরিকল্পনাবিদ বলে কোনো পদ না থাকলে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিগত পঞ্চম পরিষদের মেয়র ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সময়ে কোনোরকমে বিধিনিষেধের তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের।

apo

আবার তারও পূর্ব মেয়াদের (চতুর্থ পরিষদের) চিহ্নিত ও বিতর্কিত লোকরাও এখনো স্বপদে বহাল রয়েছেন এবং বিভিন্ন সময় সিটি করপোরেশনের কাজে সমস্যা সৃষ্টি করছে। খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার কিম্বা প্লান পাস নিয়ে এরা গড়িমসি করে প্রশাসককে বিব্রত ও বিতর্কিত করছেন বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব প্রশ্ন নিয়ে বিব্রত সয়ং সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারও।

এদিকে নগরীর ভবন নির্মাণের গ্লান পাস নিয়েও চলছে গড়িমসি। চীফ প্লানার অফিসারকে সরিয়ে সেখানে খোকন সেরনিয়াবাত এর চুক্তিভিত্তিক নিয়োগে নগর প্লানার হয়েছেন সৈয়দা তাবাচ্ছুম ইসলাম। তার দায়িত্বশীলতা নিয়েও অভিযোগ করেছেন অনেক জমি মালিক। তারা বলছেন, প্রায় এক হাজার জমি ব্যবহার সার্টিফিকেট আটকে আছে তার টেবিলে। নগরীর পরিবেশ নিয়ে গত একবছরে তার কোনো ভূমিকা চোখে পরেনি।

reju

 অনুসন্ধানে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের জন্য টাউন প্লানার বলে কোনো পদ আজ পর্যন্ত তৈরি হয়নি। অথচ সাবেক প্রধানমন্ত্রীর মূখ্যসচিব তোফাজ্জল হোসেনের সুপারিশে খোকন সেরনিয়াবাত তাবাচ্ছুম ইসলামকে টাউন প্লানার হিসেবে নিয়োগ দিয়েছেন। টাউন প্লানার ষষ্ঠ থেকে নবম গ্রেডের একটি সরকারি পদ। সাধারণত শহর ও নগর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, নকশা প্রণয়ন, এবং ব্যবস্থাপনার কাজে নিয়োজিত থাকেন তারা। তাদের কাজের মধ্যে ভূমি ব্যবহার পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং জনসাধারণের জন্য বাসযোগ্য স্থান তৈরি অন্তর্ভুক্ত। বরিশালের জন্য এ জাতীয় পদ সৃষ্টির চেষ্টা চলমান রয়েছে। তাই মৌখিক ভাবে কোনোরকম গ্রেডভুক্তি ছাড়াই তাবাচ্ছুম ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি মাসে তাবাচ্ছুম ইসলাম এই দায়িত্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বলে স্বীকার করেন । তিনি বলেন, বরিশাল শহরেই আমার বেড়ে ওঠা ও পড়াশুনা। তাই পড়াশুনা শেষ করে বরিশালেই থাকতে চেয়েছি। কারণ এই শহরটাকে আমি ভীষণ ভালোবাসি। এই শহর সাজানোর সুযোগ চেয়েছিলাম। তবে এখনো পরিপূর্ণ দায়িত্ব পাইনি বলে কাজের সীমাবদ্ধতা রয়েছে।
তবে এখন পর্যন্ত কতগুলো ল্যান্ড ইউজার সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং কতগুলো আবেদন জমা রয়েছে সে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। বলেন, এজন্য জনসংযোগ কর্মকর্তাই তথ্য দেবেন। অথবা সিইও রেজাউল বারী থেকে অনুমতি প্রয়োজন হবে।
জানা যায়, সৈয়দা তাবাচ্ছুম ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে চাকুরির প্রয়োজনে তৎকালীন মেয়র খোকন সেরনিয়াবাত এর দারস্থ হন।  জানুয়ারি ২০২৪ থেকে তিনি এই দায়িত্বে আছেন। তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং বর্তমান বসিক প্রশাসক রায়হান কাওছার এর মৌখিক নির্দেশে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৯ অক্টেবর বিসিসির এক সাধারণ সভায় টাউন প্লানার, শশ্মান গার্ড, সিকিউরিটি গার্ড, ইপিআই সুপারভাইজারসহ বিভিন্ন পদে অর্গানোগ্রামের বাহিরে যারা চুক্তিভিত্তিক নিয়োজিত রয়েছেন তাদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়।

বিসিসির সাবেক প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ওই সভার সভাপতিত্ব করেন। কিন্তু সেই সিদ্ধান্ত প্রায় এক বছর অতিবাহিত হলেও কার্যকর করেননি বিসিসির নতুন প্রশাসক মো. রায়হান কাওছার। তবে ওই অবৈধ নিয়োগ প্রাপ্তদের যার যখন মেয়াদ শেষ হচ্ছে তাকে তখনই ছাটাই করা হচ্ছে। সে অনুযায়ী অর্গানোগ্রাম বহির্ভূত টাউন প্লানার পদের তাবাসসুম ইসলামের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি মাসের ৩১ জুলাই। কিন্তু তাকে বাদ দেয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়ে মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা করছে বিসিসি কর্তৃপক্ষ।

WhatsApp Image 2025 08 19 at 04.59.27 f76ad070

৩৬ জুলাই পটপরিবর্তনের পর থেকে বর্তমান প্রশাসন এসব রাজনৈতিক নিয়োগ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। সম্প্রতি তার চুক্তির মেয়াদ শেষ হলেও বর্তমান প্রশাসন অজ্ঞাত কারণে তাকে এখনো বহাল রেখেছেন এবং তার মেয়াদ আরো বৃদ্ধির চেষ্টা চলছে বলে জানা গেছে। পাশাপাশি টাউন প্লানার পদও সৃষ্টির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সিইও রেজাউল বারী।

তিনি বলেন, বিতর্কিত যারা তারা নজরদারিতে রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। টাউন প্লানার পদটি খুবই জরুরি প্রয়োজন। সে লক্ষ্যে আবেদনও করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অনুমোদন আসেনি। নগরীর প্লানিং বিষয়ে যোগ্য ও দক্ষ লোকবল নিয়োগে আমরা সচেতন বলে জানান তিনি।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, মেয়াদ বৃদ্ধির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তার চাকরি হয়েছিল। কিন্তু অর্গানোগ্রাম বহির্ভূত পদে নিয়োগ পাওয়া অবৈধ কিনা সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.