জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির পদত্যাগ


ইত্তেহাদ নিউজ,ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী তার পদ থেকে পদত্যাগ করেছেন।সোমবার (১ সেপ্টেম্বর) তিনি দলের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান।চিঠিতে দেলোয়ার জালালী লিখেছেন, তিনি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগদান করেছিলেন। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি জি এম কাদেরের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি দলের প্রেস উইং-এর ব্যর্থতা ও দুর্বলতা নিয়ে যে আলোচনা উঠেছে, তার দায় তিনি এড়াতে পারেন না। তিনি ব্যক্তিগত অসুবিধার কারণে পদত্যাগ করছেন।জালালী তার চিঠিতে জি এম কাদেরের সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।