নলছিটিতে ইউএনওর সভাকক্ষে ওসির উপস্থিতিতে বিএনপি নেতার হামলা


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি ইউএনওর সভাকক্ষে এক ইউপি চেয়ারম্যানের উপর হামলা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নলছিটি থানার ওসির উপস্থিতিতেই চেয়ারম্যানকে মারপিট করা হলেও মূখ বন্ধ ছিলো পুলিশের।
নলছিটি উপজেলায় শতভাগ জম্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচী সম্পর্কিত কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরন সভায় উপস্থিত হলে এ হামলার ঘটনা ঘটে । ঐ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাটি জেলা প্রশাসক।ঝালকাটি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, হামলার বিষয়টি আমার জানা নেই।
নলছিটি ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, আমি কোন হামলার ঘটনা শুনিনি ।নলছিটি থানার ওসি আঃ সালামকে একাধিকবার ফোন করা হলেও এ রিপোর্ট লেখা পর্যান্ত তিনি ফোনটি রিসি করেননি ।
জানা গেছে, দপদপিয়া ইউনিয়নের বিএনপির আহবায়ক মোঃ নান্টু মল্লিকের নের্তৃত্বে ৩০/৩৫ জনের একটি দল ইউএনওর হল রুম(সভাকক্ষ) থেকে ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুল মৃধাকে টেনে হেচরে নামিয়ে এলোপাতারি মারপিট করা হয়েছে ।
বাবুল মৃধা বলেন, সেখানে আমি ইউএনও সভায় আমাকে চিঠি করে দাওয়াত দিলে আমি সভায় উপস্থিত হয়ে খাতায় স্বাক্ষর করে সভাকক্ষেই ছিলাম । সেখান থেকে আমাকে নান্টু মল্লিক, শ্রমিক দলের ইউনিয়ন দপদপিয়া ইউনিয়ন সভাপতি নান্টু ধুরানী, দপদপিয়া ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি ইফরান মল্লিক, দপদপিয়া ইউনিয়ন শ্রমিক দল সেক্রেটারী ইউনুছ হাওলাদার, নাছির সিকদার, হানিফসহ ৩০/৩৫ জনের বিএনপির নেতা কর্মীরা মিলে এ হামলা চালায় । এ ঘনায় মামলার প্রস্তুতি চলছে ।
উল্লেখ,দপদপিয়া ইউপি চেয়ারম্যানম্যান সোহরাব হোসেন বাবুল মৃদার কাছে দাবীকৃদ চাঁদার টাকা না পেয়ে দপদপিয়া ইউনিয়ন পরিষদে তালাসহ ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কর্মকান্ড বাধাঁগ্রস্থ করে আসছে নান্টু দীর্ঘদিন যাবৎ বলে জানাস বাবুল মৃধা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।