বাবুগঞ্জে ১৭ বছর পর বিএনপির সম্মেলন


বরিশাল অফিস : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাবুগঞ্জের মাধবপাশা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে অহিদুল ইসলামকে সভাপতি ও মো. সালাউদ্দিন তালুকদার মিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। বিশেষ অতিথি বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আতিক আল-আমিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইয়াসিন আরাফাত প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।