বরিশালে ক্লাস বন্ধ রেখে,শিক্ষার্থীদের রোদে দাড় করিয়ে সংবর্ধনা নিলেন প্রধান শিক্ষক


বরিশাল অফিস : বরিশাল জিলা স্কুলের শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে কঠোর রোদের মধ্যে দাঁড় করিয়ে উষ্ণ অভ্যর্থনা নিলেন সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক নূরুল ইসলাম। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বরিশালের ঐতিহ্যবাহী জিলা স্কুলে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূরুল ইসলাম নিজের জন্য উষ্ণ অভ্যর্থনা নিতেই শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। এতে প্রথম ক্লাসের পর পরবর্তী তিনটি ক্লাস হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষকের আগমনে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করানো হয়। ভাদ্রের তালপাকা তীব্র রোদের মধ্যে ছোট ছোট বাচ্চারা নাজুক শারীরিক অবস্থায় দাঁড়িয়ে ছিল। এতে অনেকেই বিরক্তির ও ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবকদের অভিযোগ, এ ধরনের আচরণ কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা বলেন, শিক্ষকরা যেখানে শিক্ষার্থীদের সুরক্ষা ও যত্ন নেওয়ার দায়িত্বে, সেখানে এমন অমানবিক ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। স্থানীয় সচেতন মহলও ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তারা দ্রুত এ বিষয়ে শিক্ষা কর্তৃপক্ষের নজরদারির দাবি জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক নূরুল ইসলাম বুধবার জিলা স্কুলে যোগদান করে পরবর্তীতে তার পূর্বের স্কুল ঝালকাঠির হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে রিলিজ নেয়। যা নিয়ম বহির্ভূত। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এমন কোন তথ্য আমার জানা নেই। আমার যোগদানের কারণে বিদ্যালয়ের কোনো পাঠদান বিলম্বিত হয়নি। তিনি দাবি করেন, পূর্বের কর্মস্থল ঝালকাঠির হরচন্দ্র বিদ্যালয় থেকে অনলাইনে অবমুক্ত নিয়ে বরিশাল জিলা স্কুলে যোগদান করেছেন। যোগদানের সময়ে জিলা স্কুলের সভাপতি জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী জানান, প্রধান শিক্ষক ক্লাস বন্ধ রেখে কোমলমতি শিক্ষার্থীদের রোদে দাড় করিয়ে উষ্ণ অভ্যর্থনা নিতে পারেন না।
এ বিষয়টি জিলা স্কুলের সভাপতি জেলা প্রশাসক মহোদয়কে জানাবো। জিলা স্কুলের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমার জানা নেই। তিনি বিষয়গুলো নিয়ে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক নূরুল ইসলামকে প্রশ্ন করার পরামর্শ দেন।
উল্লেখ্য, যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা বিষয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানিয়েছন, যোগদান অনুষ্ঠান উপলক্ষ্যে তিনটি ক্লাস বন্ধ ছিল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।