হাইকোর্ট মাজার ও মসজিদ স্থানান্তরের আবেদনের বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া


ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তর ও বহুতল মসজিদ নির্মাণ পুনর্বিবেচনার জন্য জনৈক আইনজীবী কর্তৃক আবেদনের বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। নিরাপত্তার অযুহাতে হাইকোর্ট মাজার শরিফ ও মসজিদ সরানোর আবেদন করা সরাসরি ইসলাম অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন সুন্নীপন্থী এই রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ এ মন্তব্য করেন।বিবৃতিতে ইসলামী ফ্রন্ট নেতারা বলেন, নিরাপত্তার অযুহাতে হাইকোর্ট মাজার শরীফ ও মসজিদ সরানোর আবেদন করা সরাসরি ইসলাম অবমাননার শামিল। বাংলার জনগণ তা কখনও তা মেনে নেবে না, দেশবাসী এ ইসলাম বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে। নিরাপত্তার প্রয়োজন হলে মাজার প্রাঙ্গণ থেকে হাইকোর্ট-সুপ্রীম কোর্ট অন্যত্র সরিয়ে নিন। ঢাকা যখন ঢাকা হয়নি, তখন এ মাজার শরীফ প্রতিষ্ঠা হয়েছে। হাইকোর্ট প্রতিষ্ঠার ৬০৭ বছর পূর্বে ওলী-এ-বাংলা হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশতী রহমাতুল্লাহি আলাইহির মাজার প্রতিষ্ঠা হয়। ওলী-এ-বাংলা ৭৩৮ হিজরী মোতাবেক ১৩৪০ ইংরেজি ওফাত লাভ করেন, আর ঢাকা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় ১৯৪৭ সালে। হাইকোর্ট প্রতিষ্ঠার পর থেকে হাইকোর্ট মাজার হিসাবে খ্যাত হয়।
ইসলামী ফ্রন্ট নেতারা বলেন, ভুলে গেলে চলবে না যে, এদেশে পবিত্র ইসলাম ধর্ম এসেছে পীর-আউলিয়াদের মাধ্যমে। বর্তমানে সেই ইসলাম প্রচারক মহান পীর আউলিয়াদের মাজার ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে উগ্রবাদি ধর্মান্ধ সন্ত্রাসী চক্র। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আল্লাহর অলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এ বাংলায় কখনও শান্তি স্থাপিত হবে না। ২৪’র গণ আন্দোলন পরবর্তী ১০০টির অধিক মাজার-খানকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা হয়েছে। এতদিন সংখ্যাগরিষ্ঠ মানুষ সুফিবাদী ও অহিংস হওয়ার কারণে এসব মব-সন্ত্রাস ও সহিংসতা করে পার পেয়েছে। সুন্নী জনগোষ্ঠির ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করলে সুন্নীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে শুরু করলে সন্ত্রাসীরা আর কোন ছাড় পাবে না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।