রাজনীতি

মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে:কিশোরগঞ্জে ত্রি-বার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল

image 1758356068 wdGd8F2wB8OSvf2EolRWi7sB3EPtcsNouwDPMcNr
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। শনিবার শহরের পুরোনো স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন বিএনপির সমালোচনা করে। বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছিল, দল ভাঙতে চেয়েছিলো, পারেনি। ফিনিক্স পাখির জেগে উঠেছে।মির্জা ফখরুল বলেন, বিএনপি নিয়ে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে। গুম-খুন করে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।

বিএনপির মহাসচিব বলেন, আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.