চীনের জাতীয় সময় কেন্দ্রে সাইবার হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে


ইত্তেহাদ নিউজ,অনলাইন : চীনের জাতীয় সময় পরিষেবা কেন্দ্রে সাইবার হামলা চালানো হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে দায়ী করেছে বেইজিং।
রোববার (১৯ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই ধরনের হস্তক্ষেপ সমাজের গুরুত্বপূর্ণ কার্যক্রমে যেমন: যোগাযোগ, আর্থিক ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
মন্ত্রণালয় জানায়, মার্কিন সংস্থাটি ২০২২ সালে জাতীয় সময় পরিষেবা কেন্দ্রের কর্মীদের ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য চুরির জন্য একটি বিদেশি মোবাইল ফোন ব্র্যান্ডের মেসেজিং পরিষেবার দুর্বলতাকে কাজে লাগিয়েছিল।
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের সংস্থাটি সময় কেন্দ্রের একাধিক অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিস্টেমকে লক্ষ্য করে ৪২ ধরণের ‘বিশেষ সাইবার আক্রমণ অস্ত্র’ ব্যবহার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা সরকারগুলো অভিযোগ করেছে, চীনা সরকারের সঙ্গে যুক্ত হ্যাকাররা কর্মকর্তা, সাংবাদিক, কর্পোরেশন এবং অন্যান্যদের লক্ষ্যবস্তু করেছে।
তবে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র নিজের কাজের জন্য অন্যদের দোষারোপ করছে। তারা নিজেরা এসব কাজ করছে, অথচ বারবার তথাকথিত ‘চীনা সাইবার হুমকি’ সম্পর্কে দাবি তুলে আসছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।