জুবায়েদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ইত্তেহাদ নিউজ,অনলাইন : পুরান ঢাকায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জবি ক্যাম্পাস। রোববার রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বংশাল থানা ঘেরাও করে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে। পরে তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘We want justice’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী শাহিন বলেন, “একটি তাজা প্রাণ এভাবে ঝরে যাবে— এটা মেনে নেওয়া যায় না। তার পরিবার কত স্বপ্ন দেখেছিল, সব শেষ। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
আরেক শিক্ষার্থী হাবিব বলেন, “আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে গিয়ে অবস্থান নেন এবং থানাকে ঘেরাও করেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, একই দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বলেন, “জুবায়েদ হত্যাকাণ্ড পরিকল্পিত। আমরা এর দ্রুত বিচার চাই।”
রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।