বাংলাদেশ ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ

পার্টির সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রাথমিক ভাবে (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ বৈষম্য প্রতিহিংসামুক্ত ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। লেবার পার্টির ধর্ম কর্ম সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ডা. ইরান বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক কোন পক্ষের সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি। জোট বা সমঝোতার প্রশ্ন আসলে জাতীয় নির্বাহী কমিটির সীদ্ধান্ত গ্রহণ করবে। লেবার পার্টির প্রথম পর্বের আনারস প্রতীকের মনোনীত ৭৫ জন প্রার্থীরা হলেন- ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ ও পিরোজপুর-২, মো. জাহিদুল ইসলাম পিরোজপুর-১, সৈয়দ মো. মিলন ঝালকাঠি-২, মো. লিটন খান রাজু বরগুনা-১, মুজিবুর রহমান বাদসা বরগুনা-২, মো. আশরাফ হোসেন ভোলা-১, মো. মনির হোসেন ভোলা-২, হেলাল উদ্দিন চৌধুরী ভোলা-৩, এস এম সোহেল মাহমুদ বরিশাল-৫, মো. রেজাউল রহমান (নাসির তালুকদার) বরিশাল-৬, শেখ মোহাম্মদ আলী ঢাকা-১, মুফতি আরিফ বিন শহীদ ঢাকা-৩, মো. এনামুল হক আকন্দ ঢাকা-৪, মো. মাসুদ আলম পাটোয়ারী ঢাকা-৫, মো. রাকেশ রহমান ঢাকা-৬, এডভোকেট জোহরা খাতুন জুঁই ঢাকা-৭, খন্দকার মিরাজুল ইসলাম ঢাকা-৮, মিসেস মাহফুজা খানম ঢাকা-৯, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা-১০, সাবিনা ইয়াসমিন ঢাকা-১১, মিসেস তাহমিনা আক্তার ঢাকা-১২, মো. মশিউর রহমান ফরিদপুর-১, মাস্টার জহিরুল হক মাদারীপুর-৩, মো. শামিম আহমেদ গাজীপুর-২, এসএম ইউসুফ আলী গাজীপুর-৫, মো. হাবিবুল হক মানিকগঞ্জ-২, মাওলানা আবদুল বাসেত মানিকগঞ্জ-৩, মো. আনিস মোল্লা মুন্সিগঞ্জ-২, মাওলানা মিজানুর রহমান মুন্সিগঞ্জ-৩, মো. মনির হোসেন খান নারায়নগঞ্জ-৩, আবদুর রহমান খোকন নারায়ণগঞ্জ-৪, মাহবুব আলম লিটন মাগুরা-১, খন্দকার মোহাম্মদ মিলন মাগুরা-২, দাতো মো. এবাদত হোসেন গোপালগঞ্জ-৩, মাহবুবুর রহমান খালেদ সিলেট-১, দেওয়ান মতিউর রহমান সিলেট-৩, মো. নজরুল ইসলাম সুনামগঞ্জ-৩, শাহ মাসুম বিল্লাহ ফারুকী মৌলভীবাজার-৩, মো. খোরশেদ আলম কুমিল্লা-৫, আলমগীর হোসেন মোল্লা কুমিল্লা-৬, আবু বকর সিদ্দিক ব্রাহ্মণবাড়ীয়া-৬, মাওলানা শিহাব ইবনে হাবিবুল্লাহ ব্রাহ্মণবাড়ীয়া-৫, মো. মোসলেম উদ্দিন নেত্রকোনা-৫, মুফতি তরিকুল ইসলাম সাদি নেত্রকোনা-৪, মো. জহিরুল হক জহির নোয়াখালী-৫, মো. নুরুন্নবী খন্দকার ফেনী-৩, নাসিমা নাজনীন সরকার চাঁদপুর-২, জহিরুল ইসলাম চাঁদপুর-৩, মোহাম্মদ মনির হোসেন লক্ষিপুর-২, ডা. কামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম-২, মো. আলাউদ্দিন আলী চট্টগ্রাম-৫, মো. আফসার উদ্দিন চট্টগ্রাম-৮, আনোয়ার হোসেন মানিক চট্টগ্রাম-৯, মজিবুর রহমান মুজিব চট্টগ্রাম-১০, ডা. জনু মিয়া চট্টগ্রাম-১৩, মোহাম্মদ হোসাইন চট্টগ্রাম-১৬, মোহাম্মদ আবদুস শুক্কুর কক্সবাজার-২, আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ-১, মহিব্বুল্লাহ আল মাহাদী কিশোরগঞ্জ-২, শেখ মামুন মিয়া কিশোরগঞ্জ-৫, মেজবাউল ইসলাম সজিব রাজশাহী-২, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী-৫, অধ্যাপক টিপু সুলতান খুলনা-২, মনিরুল হক মনি বাগেরহাট-১, রিয়াদুল ইসলাম আফজাল বাগেরহাট-৩, ডা. আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল-১, আরিফ সরকার টাঙ্গাইল-৬, অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা যশোর-৪, এডভোকেট আমিনুল ইসলাম রাজু কুষ্টিয়া-৫, মোহাম্মাদ আলী মেহেরপুর-১, মোহাম্মদ ওয়াসিম নীলফামারী-৪, এডভোকেট সিরাজুল ইসলাম খান দিনাজপুর-৬, মোহাম্মদ শুভ আহমেদ লালমনিরহাট-১, মো. ফেরদাউস আলম পঞ্চগড়-১, মো. রাজু বেপারী পঞ্চগড়-২।

সংবাদ সম্মেলনে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, ডা. ইউসুফ উল্লাহ পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.