রাজনীতি

বিএনপির মনোনয়ন পেলেন ড্যাবের ১১ চিকিৎসক নেতা

১১ চিকিৎসক নেতা
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত এই তালিকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের ১১ জন চিকিৎসক নেতা প্রার্থী হয়েছেন।

ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আসিফ সৈকত ও ডা. বাছেদুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড্যাবের ১১ নেতাকে প্রার্থী করায় সংগঠনের সভাপতি ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মনোনয়ন পাওয়া চিকিৎসক নেতারা হলেন—

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবার দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩)

বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও খ্যাতনামা চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

অধ্যাপক ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২)

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক নেত্রকোনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩)

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে (গাইবান্ধা-৩) ধানের শীষের প্রার্থী হচ্ছেন। মেডিসিনে এফসিপিএস ডিগ্রিধারী এ চিকিৎসক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ছিলেন।

ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭, ত্রিশাল)

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে দলীয় প্রার্থী হয়েছেন।

ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২)

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর। তিনি ড্যাবের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা-১৯, সাভার)

ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। তিনি ১৯৮৭ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হোসেন জীবন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনে দলের প্রার্থী হয়েছেন।

অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ)

অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা-১) আসনে দলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন।

ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১)

ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা শেরপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে একই আসনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। সে সময় নির্বাচনে অংশ নেওয়ার কারণে তিনি সরকারি চাকরি হারিয়েছিলেন।

ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪, মান্দা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ডা. ইকরামুল বারী টিপু।

এই ১১ জন চিকিৎসক নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.