ঢাকা এলজিইডিতে বাচ্চু মিয়ার দুর্নীতির একচ্ছত্র অধিপতি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র “রাজা” হিসেবেই পরিচিত। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে তিনি নিজের খেয়াল মতো পরিচালনা করেন অফিসের কার্যক্রম। তার বিরুদ্ধে রয়েছে ভয়ঙ্কর সব অভিযোগ-চাঁদাবাজি, আত্মীয়কে দিয়ে কাজ ভাগিয়ে নেয়া, প্রকল্পের অর্থ আত্মসাৎ, সময়মতো অফিসে না আসা, কাজ শেষ না করেও বিল পরিশোধ করানোসহ নানা অনিয়ম।
উপদেষ্টার নাম ব্যবহার করে চাঁদা আদায় :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ভাঙিয়ে ঠিকাদারদের নিকট থেকে ৪০ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। নির্বাহী প্রকৌশলী যখন যা বলেন, তখন তাই দিতে হয়। উপদেষ্টার নাম বলেও তিনি মোটা অঙ্কের টাকা নেন।” আরেক ঠিকাদার বিপ্লব মিয়া বলেন, “এসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হয় না। সাংবাদিকদের টাকায় চুপ করিয়ে দেন তিনি।”
প্রকল্পে অস্বচ্ছতা ও বিল জালিয়াতি :
ঢাকার মিরপুরে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণকাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও বিল পরিশোধ করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জের বান্দুরায় ইছামতী নদীর উপর ২৭০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণে ৯টির মধ্যে ৮টি স্প্যানের কাজ শেষ হলেও ৯৫ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ৫০ কোটি ৮৪ লাখ টাকার বিল পরিশোধের অভিযোগ পাওয়া গেছে।
পরিবারকেও বানানো হয়েছে ঠিকাদার :
সরকারি নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইসেন্সে একটি সংস্থায় একটি তালিকাভুক্তির লাইসেন্স ইস্যু করা সম্ভব। কিন্তু বাচ্চু মিয়া তার ভাই শহিদুল ইসলাম সুমনের নামে একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান-‘মোহনা এন্টারপ্রাইজ’ ও মাহমুদ এন্টারপ্রাইজ এলজিইডিতে তালিকাভুক্ত করেন।এই প্রতিষ্ঠানগুলোর একটি, মাহমুদ এন্টারপ্রাইজ এর নামে অফিস রক্ষণাবেক্ষণের কাজ পাইয়ে দিয়ে প্রায় ৪৮.৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে, যেখানে কাজ সম্পূর্ণই না করা হয়েছিল।
দুদকে সত্যতা মিলেছে :
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে এবং অভিযানের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানা গেছে। ফলে বাচ্চু মিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
সাংবাদিকের উপর হামলা ও তথ্য সংগ্রহে বাধা : বাচ্চু মিয়ার এসব অনিয়মের অনুসন্ধানে এসএ টিভির প্রতিবেদক হাসান আল সাকিব তথ্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন। এলজিইডি কার্যালয়ের মূল ফটকে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাচ্চু মিয়ার নির্দেশে তার উপর হামলা চালায় এবং জোরপূর্বক ক্যামেরা থেকে ভিডিও ডিলিট করিয়ে দেন। পরে এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য সাকলাইন ও তৌহিদুলকে প্রত্যাহার করা হয়।
ভুয়া পরিচয়ে পোস্টিং :
২০২২ সালে বাচ্চু মিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফোন করে নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজের পোস্টিং করিয়ে নেন। দেড় মাস পর বিষয়টি ফাঁস হলে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া বলেন, “আমি একটি দলের আদর্শে বিশ্বাস করি, সেই কারণে এলজিইডির কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



