সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বুধবার (৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০/-) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী ৮ নভেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন শেষ হবে ২১ নভেম্বর। টেলিটকের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


