বরিশাল বাংলাদেশ

বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে দু মাদক বিক্রেতা আটক অতপর…..

photo brtc
print news

বরিশাল অফিস : বরিশালের বিআরটিসি বাস ডিপোতে সন্ধ্যার পরেই শুরু হয় মাদক বিক্রির হাট।চলে গভীর রাত পর্যন্ত। গেট বন্ধ থাকায় নিশ্চিন্তে চলে ব্যবসা। ১ ডিসেম্বর শুক্রবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক হয় দুজন। ডিবি পুলিশের এস আই রাফসান এ অভিযানের নেতৃত্ব প্রদান করে। মাদকসহ দুজন আটকের ঘটনা জেনে যায় ডিপো ম্যানেজারসহ গনমাধ্যমের সবাই।ভিড় করে অসংখ্য গনমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজন। এসআই রাফসানের সাথে দহরম শেষে ছেড়ে দেয়া হয় আটক ইব্রাহীম ও সুজনকে। ধরাছোয়ার বাইরে থেকে যায় মুল হোতা ওসমান ও রবিউল । বিআরটিসির চারটি বাস সাব লীজ নিয়ে পরিচালনা করে ইব্রাহীম। তুষার বহিরাগত। ওসমান বিআরটিসি বাসের চালক। ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও স্থানীয়রা জানিয়েছেন,রাত সাড়ে এগারোটার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহীম ও সুজনকে আটক করে ইয়াবাসহ।মুল হোতা টের পেয়ে আগেই পালিয়ে যায়। গভীর রাতে বিআরটিসির ট্রাফিক বিভাগের প্রধানের রুমে এস আই রাফসানের সাথে গোপন সমঝোতার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। মুল হোতা থেকে যায় আড়ালেই। স্থানীয়রা জানিয়েছেন,বিআরটিসি ডিপোর মধ্য সন্ধ্যার পর থেকেই বিআরটিসির ওসমানের নেতৃত্বে গাজা ও ইয়াবার হাট বসে। চলে সেবনও। ইব্রাহীম,রবিউল ও ফিরোজ অঘোষিত রাজা।তাদের ভয়ে কেউ কথা বলেনা।যারাই প্রতিবাদ করে তাদের ডিপো ত্যাগ করতে হয়।সুত্র জানায়,মাদক বিক্রির সেল্টার দাতা ফোরকান, ওসমান ও ইব্রাহীম পরষ্পর আত্মীয় হওয়ায় কেউ প্রতিবাদ করেনা। সুত্র জানায়,দেশের বিভিন্ন স্থান থেকে এনে ওসমান ও ইব্রাহীম মাদক ব্যবসা করে ডিপোতে বসে। আটক হলে সাথে সাথে তদবীর করে ছাড়িয়ে নেন আসামী। বিআরটিসির ম্যানেজার জমশেদ আসামী রক্ষার জন্য আজমল,জাহিদ ও রবিউলকে দ্বায়িত্ব প্রদান করে বলেও জানায় সুত্রটি। এ ব্যাপারে এস আই রাফসান জানান,দুজনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিআরটিসির বরিশালের ম্যানেজার জানান, আমি বরিশালে নাই। এই মুহুর্তে কিছু বলতে পারছিনা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *