শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে ৩ সিদ্ধান্ত

image 702678 1690992221 1
print news

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের সেশনজট নিরসনে ৩টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় অনুষ্ঠিত সভায় উপাচার্য বলেন, সেশনজট শিক্ষা কার্যক্রমকে বিঘ্নিত করে; যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেশনজট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশনাসহ ভবিষ্যতে কোনো বিভাগের শিক্ষার্থীরা যাতে এ সমস্যার সম্মুখীন না হন সেই লক্ষ্যে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় নতুন করে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে ডিনদের মাধ্যমে তা সমন্বয়ের জন্য চেয়ারম্যানদের প্রতি নির্দেশনা দেন উপাচার্য। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে নির্দেশনা দেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ কোনো কারণে যাতে বিঘ্নিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহবান জানান।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *