বিশেষ সংবাদ

ব্যাংকে গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

image 703381 1691147943
print news

পঞ্চগড়ে দায়িত্বরত অবস্থায় রাইফেলের গুলিতে ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের ভেতর এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরোজ আহমেদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি সোনালী ব্যাংকের ওই শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার গার্ডরুমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফিরোজ। রাত দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তার অন্য সহকর্মীরা এসে ফিরোজকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মির্জা সাইদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। গুলিটি তার থুতনির নিচে ও মাথার ওপরে গর্তসহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শুক্রবার সকালে সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

তিনি আরও জানান, মৃত পুলিশ সদস্যের পরিবারকে ঘটনা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বলেন, নিজের কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করে ফিরোজ আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা। তার লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *