বিনোদন বিশেষ সংবাদ

সোহিনীর সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন তৃণা

13f13b1e960be61e30f5d4d1bcc44ee4 64ce0d204e258
print news

কলকাতার দুই অভিনেত্রী সোহিনী সরকার এবং তৃণা সাহার মান-অভিমানের ঘটনার কথা বিনোদন জগত নিয়ে যারা খবর রাখেন তারা এতদিনে সবাই জেনে গেছেন। ‘মাতঙ্গী’র ওয়েব সিরিজের সেটে শ্যুটিং চলাকালীন সোহিনীর সঙ্গে তৃণার ঝামেলার ঘটনার পর ‘মাতঙ্গী’ থেকে তৃণার বাদ পড়ার খবরও শোনা গিয়েছে। তবে ঘটনার পর থেকে চুপই ছিলেন সোহিনী ও তৃণা। অবশেষে এই ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত তৃণা সাহা।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, আনন্দবাজারকে তৃণা সাহা জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম যা ঘটেছে তা নিজেদের মধ্যেই থাকুক। এখন দেখছি আমার চুপ থাকার সুবিধা নিচ্ছেন অন্যরা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আমাকে ভিলেন বানানো হচ্ছে। ঘটনার একটা দিকই সকলে জানতে পারছেন।’

তৃণার কথায়, ‘যে কাজটা আগে কখনও করিনি, এখন কেন করলাম, সেটাও তো বুঝতে হবে। আমাকে চিত্রনাট্য শুনাচ্ছিলেন পরিচালক দীপাঞ্জন চন্দ। শুরুতেই ওকে বলেছিলাম আলাদা মেকআপ রুম লাগবে। ক্যামেলিয়ার সঙ্গে এর আগে একটা কাজের অভিজ্ঞতা খারাপ। দীপাঞ্জনদা বলেছিলেন ব্যবস্থা হয়ে যাবে। আমি মেকআপ আর্টিস্ট, অ্যাটেনডেন্স কিচ্ছু চাইনি। আমার বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে সেগুলি মিথ্যে।’

তৃণা আরো জানান, প্রথমদিন তিনি আলাদা মেকআপ রুম পাননি। পরদিন আলাদা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে শট দিয়ে ফেরার পর তৃণা নাকি দেখেন, তার জামাকাপড়, জিনিসপত্র অপরিষ্কার ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপরই নাকি তিনি মেজাজ হারান, আর বিষয়টি নিয়ে সকলের সঙ্গে কথা বলেন। পরের দিন নাকি তিনি দুই সহ-অভিনেত্রীর সঙ্গে মেকআপ রুম শেয়ার করেছিলেন, কোনও অভিযোগ ছাড়াই। তবে সেদিন নাকি শ্যুটিং হতে দেরি হয়। অথচ নাকি রাতের খাবারের কথাও বলা হয়নি। তৃণার কথায় ‘মাতঙ্গী’র শ্যুটিংয়ে প্রত্যেকদিনই কিছু না কিছু অব্যবস্থা ছিল।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *