খাবার টেবিল থেকেই ইমরান খানকে নিয়ে যায় পুলিশ


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে শনিবার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আধা ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পাঞ্জাব পুলিশ।
পুলিশ যখন ইমরান খানকে গ্রেফতার করতে আসে (শনিবার) তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবার শেষ করতেও সময় চান তিনি। কিন্তু সে সময় না দিয়ে খাবার টেবিল থেকেই তাকে নিয়ে যাওয়া হয়।
পুলিশ তাকে জানায়, খাবার তিনি পরেও খেতে পারবেন। নীল রঙের একটি ট্র্যাকস্যুট পরেছিলেন ইমরান খান।
জিও নিউজের খবরে আরও বলা হয়েছে, ইমরান খানকে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। তার দেহরক্ষীদের বাড়ির ভেতরই আটকে ফেলা হয়। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আটক ইমরান খানের সঙ্গে তার আইনজীবী দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের লিগ্যাল টিম একথা জানায়।
এছাড়া ইমরানের একজন ঘনিষ্ঠজন জানান যে, শনিবার গ্রেফতার করতে আসা ব্যক্তিরা আটকের সময় ইমরান খানকে মারধর করে এবং তাকে গাড়ির ভেতরে নিক্ষেপ করে।
ইমরান খানের লিগ্যাল টিমের একজন মুখপাত্র শনিবার রাতে বলেন, তার সঙ্গে দেখা করা ও তার ভালোমন্দ জানার অধিকার তাদের রয়েছে। গত বছরের অক্টোবরে নির্বাচন কমিশন জানায় যে, রাষ্ট্রীয় উপহারসামগ্রী অবৈধভাবে বিক্রির ঘটনায় ইমরান খান জড়িত থাকলে তার ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে যাবে।
এ বিষয়টি উচ্চ আদালতে রেফার করার পরও তার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার করার সুপারিশ করা হয়েছে। শনিবার ইসলামাবাদের ফেডারেল কোর্ট ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের জেল দেন।