মৃত্যু : সাইফুল ইসলাম বনগ্রামী


আমি ঘুমিয়ে আছি-
আমার নিদ্রার আড়ালে হচ্ছে কত ঘটনাচার,
আমি দেখছি,অনুভব করছি, দৈব চিৎকার করছি,
কেউ ফিরছে না আমার দিকে,শুনছেও না।
নৈমিত্তিক এ জীবনে সদা-সর্বদা ব্যস্ত সবাই,
আমার ভাবনার বালায় নেই কারো,না আক্ষেপ!
চিরাচরিত এ নিয়ম, আমিও তাই ছিলাম নিদ্রার পূর্বে।
আমার নিদ্রার অবসান হলে প্রায়শ্চিত্তে শুধরে নিতাম,
সবাইকে জানিয়ে দিতাম আমার অবস্থান,পরিণতি,
কি দাহ্যকর এই জীবন, কি শূলময় প্রতি মুহূর্ত।
শতাব্দী,যুগ কিংবা বছর নয়,ক্ষণ মুহূর্তের জন্যে,
আমি ফিরতে চাই ওই অস্থায়ী পৃথিবীতে, মাত্র একবার।
সম্ভবপর না হলে স্বপ্নযোগে কিংবা অলৌকিক-অগোচরে,
তবুও অকৃতজ্ঞ, শঠ আর পশুত্বের মানব মনে আমি-
মৃত্যুর পূর্বেই গড়ে দিতে চাই আলোকময় জীবন।
সাইফুল ইসলাম বনগ্রামী
বনগ্রাম,বেড়া ,পাবনা।