বিনোদন বিশেষ সংবাদ

রাজের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন পরীমনি?

image 704460 1691412564
print news

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের খবরটিও দেন এই দম্পতি। এরপর ওই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে ঢালিউডপাড়ায় বেশ পরিচিত রাজ্য। হঠাৎ করেই রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমনি। সেটা হলো পদ্ম।

সোমবার ইঙ্গিত পাওয়া গেল, ছেলের নাম বদলেছেন পরী। প্রযোজক আব্দুল আজিজ রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন আজ। লেখেন- ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টে মন্তব্য করে পরীমনি লিখেছেন- ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে পুত্রকে তিনি রাজ্য নয়, বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শরিফুল রাজ ও পরীমনি প্রায় আড়াই মাস ধরে আলাদা থাকছেন। ধারণা করা হচ্ছে, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতেই নতুন নাম রেখেছেন পরী।

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে রাজ্যের। এজন্য বড় উদযাপনের বন্দোবস্ত করছেন নায়িকা। তবে সেই আয়োজনে রাজের উপস্থিতি চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরী।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *