বিশেষ সংবাদ মতামত মিডিয়া

নিবর্তনমূলক কোনো আইন জনগণ মানবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন

prothomalo bangla 2023 08 2a02def9 750c 4ecd 83ee ae8e09bd97c5 prothomalo bangla 2021 05 57236086 2ea2 4438 9b3b 5799952a7c2b Digital security
print news

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) এর জায়গায় ভিন্ন নামে কোনো নিবর্তনমূলক আইন জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলেছে, সাইবার নিরাপত্তা আইন নামে নতুন নিবর্তনমূলক আইন প্রণয়নের পাঁয়তারা করছে সরকার। নতুন কোনো নিবর্তনমূলক আইন করলে জনগণ তা বরদাশত করবে না। যদি সরকার জনমতকে তোয়াক্কা না করে এমন কোনো আইন প্রণয়ন করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার কারণে সরকার গণবিরোধী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইন বাতিল করার মধ্য দিয়ে বাক্‌স্বাধীনতার জন্য লড়াইরত সবার বিজয় হয়েছে।

আরও পড়ুন……….

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন

 

কিন্তু অতীত অভিজ্ঞতায় দেখা যায়, নিবর্তনমূলক আইন বাতিল করে নতুন নামে আরও ভয়াবহ আইন তৈরি করা হয়। ২০০৬ সালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা বাতিল করে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামক ভয়াবহ আইন তৈরি করে। ফলে এই আশঙ্কা থেকে যায় যে, বর্তমান সরকার আবারও নতুন নামে নতুন মোড়কে নতুন কোনো নিবর্তনমূলক প্রণয়ন করবে। ইতিমধ্যেই তেমন গুঞ্জন শোনা যাচ্ছে। তাই এ ধরনের নিবর্তনমূলক আইন না করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন রোহিত করে সাইবার নিরাপত্তা আইন অনুমোদন দেয় সরকার।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *