বিশেষ সংবাদ

কুয়েতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

received 299380395973849
print news

জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিধি

কুয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু কর্নারে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতীর কল্যাণে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী সমূহ পাঠ করেন শুনানো হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় প্রবাসীরা।

এ সময় প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, মিনিস্টার শ্রম আবুল হোসেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, সোনালি ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, আওয়ামীলীগ, বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *