বরিশাল বাংলাদেশ

সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল ৩ কেজির ইলিশ

image 705608 1691687088
print news

চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের রাজা ইলিশ। বুধবার দিবাগত রাতে স্থানীয় রুবেল মাঝির ট্রলারে এ মাছটি ধরা পড়ে।

পরে মাছটি ঢালচর মাছ ঘাটের নজরুল ইসলামের আড়তে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি সেখানকার মাছ ব্যবসায়ী মো. কামরুল ইসলাম পাটওয়ারী কিনে বৃহস্পতিবার দুপরের দিকে ঢাকায় পাঠান। তার আশা ইলিশটি ঢাকায় নিয়ে ৭-৮ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

ঢালচর মাছ ঘাটের ব্যবসায়ী মো. রাসেল পাটওয়ারী জানান, বুধবার সকালে স্থানীয় রুবেল মাঝির মাছ ধরার ট্রলারটি ঘাট থেকে মাঝি-মাল্লা নিয়ে সাগর মোহনায় মাছ শিকারে যায়। রাতের দিকে মাছ শিকার শেষে তিন কেজি ওজনের একটি ইলিশসহ অন্যান্য মাছ নিয়ে ঘাটে ফিরে আসে। তিনি তিন কেজির ইলিশের সঙ্গে আরও চার হালি ইলিশ পেয়েছেন। ঘাটের নজরুল ইসলামের আড়তে রাজা ইলিশটি ডাকে (নিলামে) তিন হাজার টাকায় তার ভাই কামরুল ইসলাম পাটওয়ারী কিনে নেন। মাছটি ঢাকায় নিয়ে ৭-৮ হাজার টাকায় বিক্রির আশা তার।

তিনি আরও জানান, গত দুই এক বছরের মধ্যে এতো বড় ইলিশ ঢালচর মাছ ঘাটে দেখা যায়নি। ঘাটে মাছটি নিয়ে আসার পর স্থানীয় লোকজন ইলিশটিকে এক নজর দেখার জন্য ঘাটে ভিড় জমায়। কেউ কেউ আবার মাছটিকে হাতে নিয়ে ছবিও তুলেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সাগরে বেশ বড় বড় ইলিশ পাওয়ার খবর আসছে। এতে করে আমরা আশাবাদী দেরিতে হলেও এ বছর জেলেরা ভরপুর ইলিশ পাবেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *