এশিয়া সংবাদ

ইমরানের সঙ্গে দেখা করলেন বুশরা

image 705812 1691722274
print news

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গ্রেফতারের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি।

এ সময় বুশরার সঙ্গে ছিলেন ইমরান খানের আইনজীবীরা। ইমরান খান পাঞ্জাবের অ্যাটক কারাগারে রয়েছেন। খবর জিও টিভির।

খবরে বলা হয়, কারাগারে ইমরান খান ও বুশরা বিবির মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে কথা হয়। তবে তার সঙ্গে যাওয়া আইনজীবী নাঈম পাঞ্জোতা, শের আফজাল মারওয়াত এবং আলি ইজাজ বুট্টার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।

নাঈম পাঞ্জোথা জানিয়েছেন, বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কোর্টের নির্দেশনা দেখানোর পরও ইমরান খানের সঙ্গে লিগ্যাল টিমকে দেখা করতে দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *