ঝালকাঠি নলছিটিতে আদলতের রায় পাওয়ার পরেও ঘর তুলতে প্রতিপক্ষের বাধা


মো: ইমরান হোসেন
ঝালকাঠির নলছিটিতে আদলতের রায়
পাওয়ার পরেও নিজের বসতভিটায় ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই বাড়ির প্রতিপক্ষের বিরুদ্ধে।
নলছিটিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল কাইউম মোল্লা অসহায় হয়ে বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাননি।কাইউম মোল্লা অভিযোগ করে বলেন, আমার বাড়িতে ১২০২ দাগে ২৬ ও ২৭ খতিয়ানে সাড়ে ৫ শতাংশ জমি রয়েছে। আমি প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করলে চেয়ারম্যান কাগজপত্র দেখে আমাকে জমি দখল করে দিয়েছে। পরবর্তীতে আমার প্রতিবেশী কামাল মোল্লা ও মজিবর মোল্লা চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে দখলে থাকতে দেয়নি। জমি তাদের কাছে বিক্রি করে দিতে হবে বলে হুমকি দিতে থাকে। জমি দখলে নিতে পরে আমার নামে আদালতে ৫টি মামলা দিয়েছে। মামলার রায় আমার পক্ষে হয়েছে। কিন্তু তারা সে রায় মানছে না। একের পর এক মামলা
দিয়ে হয়রানি করে আসছে। মামলায়
তারা হেরে যাওয়ায় এখন মহিলাদের দিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা দেওয়ার হুমকি দিয়েছে। তাদের কাছে জমি লিখে দিতে চাপ দিচ্ছে। এখন আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে নিজ জমিতে ঘর তুলতে পারছি না।
পাশের বাড়ির কদম হাওলাদার নামে এক বৃদ্ধ জানান, কামাল মোল্লা ও মজিবর মোল্লা শুধু কাইউম মোল্লাকে নয় আমাকেও মামলা দিয়ে হয়রানি করেছে।
অভিযোগে বিষয় জানতে কামাল মোল্লাকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভ
হয়নি। এ বিষয়ে রানাপাশা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান শাহাজাহান হাওলাদার বলেন, আমি সালিসি করে দিয়েছিলাম। কিন্তু কয়দিন পরে তা না মেনে তারা উল্টো কাইউয়মের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।