বরিশাল বাংলাদেশ

ঝালকাঠিতে মশারি টাঙিয়ে ডেঙ্গু সচেতনতা

Screenshot 2023 08 14 16 47 03 449 com.android.chrome2
print news

মো: ইমরান হোসেন : এডিস মশা ও ডেঙ্গু সম্পর্কে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি। পৌর সড়কে মশারি টাঙিয়ে ক্যাম্পেইন করেছে সংগঠনের সদস্যরা।সোমবার (১৪ আগষ্ট) ‘লাল সবুজ সোসাইটি’ নামক সংগঠনের কর্মসূচির ধারাবাহিকতায় ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের সামনের সড়কে সকাল থেকে ঘণ্টাব্যাপী মশারি টাঙিয়ে এ কর্মসূচি পালন করে।এছাড়াও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে নানা বার্তা সংবলিত প্লাকার্ড নিয়েও অবস্থা করেন তারা। পাশাপাশি আবাসিক এলাকায় দিনভর মাইকিং করে জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়।পুরো আয়োজনটিতে অংশ নেয় লাল সবুজ সোসাইটির ১৫ জন তরুণ সেচ্ছাসেবী সদস্য।সংগঠনের কমিউনিকেশন ম্যানেজার আসিফ ইকবাল বলেন, শহরকে ডেঙ্গুমুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। তাই, সকলেই যাতে ব্যক্তি পর্যায়ে সচেতন হয় তাই এই উদ্যোগ আমাদের।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- লাল সবুজ’র সদস্য আফরোজা সুরভী, রিফাত হাসান, সাম্মীসহ অনেকে। এমন ব্যতিক্রমী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ জনপ্রতিনিধিরা।ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সাগর বলেন, লাল সবুজ সংগঠনের সদস্যরা যেটা করছে তা প্রশংসনীয়। আমরা পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিত যতটুকু পেরেছি, মানুষকে সচেতন করেছি। লাল সবুজ যেটা করছে তার পরিধি অনেক।
এডিস মশা ও ডেঙ্গু জ্বর বিষয়ে জনসচেতনতা গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনের বাড়াতে মাসজুড়ে এ ক্যাম্পেইন চলবে বলে কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *