বরিশাল বাংলাদেশ

নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে যুব রেড ক্রিসেন্ট’র কমিটি গঠিত

received 9886448722794581
print news

মিলন কান্তি দাস ,নলছিটি,ঝালকাঠি :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট”র নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

১০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিন করা হয়।
যুব রেড ইন্ডিয়ান নলছিটির যুব প্রধান মোঃ ইমরান খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান মোঃ জলিলুর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন যুব রেড ক্রিসেন্ট”র নলছিটির উপদেষ্টা মিলন কান্তি দাস, যুব রেড ক্রিসেন্ট”র স্কুল প্রধান মোঃ তারেক আহমেদ খান। উপস্থিত ছিলেন উপ যুব প্রধান- ২ মোঃ আবদুল্লাহ হাসান,সদস্য তানভীরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের প্রধান তানজিলা আক্তার সুমা,মোঃ রাকিব,অহনা আক্তার।
সভা শেষে নবম শ্রেণির সৌমিলি দাস প্রথমা (দলনেতা),আফিফা জাহান রোদেশী (উপ-দলনেতা-১),নবনীতা দাস স্নেহা (উপ-দলনেত-২) এবং উপদল প্রধান-১ তানজিলা আক্তার, উপদল প্রধান-২ তাসফিয়া তাওহীদ পরশী, উপদল প্রধান-৩ তিষামনি,উপদল প্রধান-৪ প্রিয়ন্তি কুন্ড,উপদল প্রধান-৫ শারিকা ইসলাম মুন,উপদল প্রধান-৬ ফাহিয়াকে করে ৬৩ সদস্য বিশিষ্ট নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের যুব রেড ক্রিসেন্ট”র কমিটি গঠিন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একজন সফল মানুষ সব সময়ই মানবিক ও সেবক হয়। রেড ক্রিসেন্ট”র বিশ্বব্যাপী কর্মপরিধী রয়েছে। এর সাথে যুক্ত হয়ে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *