বরিশাল বাংলাদেশ

১০ লাখ টাকার অভাবে কাজে আসছে না সাড়ে ৪ কোটি টাকার সড়ক !

Untitled 3 copy 12
print news

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীর হাট বাজার থেকে খাসের হাট বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটি দীর্ঘ বছর ধরে হেরিংবোন (ইট বিছানো রাস্তা) ছিলো। সম্প্রতি ওই সড়কটি ১২ ফুট প্রশস্ত করার পাশাপাশি পিচ ঢালাইয়ের উদ্যোগ নেয় এলজিইডি। ঘূর্নিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠানো পুনর্বাসন শীর্ষক প্রকল্প থেকে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ হয়। সড়ক পুনর্বাসন প্রকল্পের এই কাজটি পান ইউনুস ব্রাদাস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে ৪ দশমিক ৯ কিলোমিটার সড়কটি পাকাকরণ হলেও এর সুফল পাবেনা চার গ্রামের মানুষ। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সড়ক পাকাকরণের সুফল ভেস্তে যাবে মাত্র ১০৫ মিটার সড়কের জন্য। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মান হলেও সাধারণ জনগনের তা কোনো কাজে আসবেনা।
স্থানীয় বাসীন্দারা জানিয়েছেন, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর, লতা, ভাসানচর ও আন্ধানমানিক ইউনিয়নের জনগনের চলাচলের অন্যতম মাধ্যম হলো কাজীর হাট থেকে খাসের হাট সড়ক। এই সড়ক দিয়ে বরিশাল হয়ে দেশের যেকোন প্রান্তে যেতে খাসের হাট বাজার সংলগ্ন জয়ন্তী নদীর খেয়া পাড়ী দিতে হয়। ৪ দশমিক ৯ কিলোমিটারের শেষ অংশে গিয়ে ঠেকেছে খেয়াঘাট। খেয়াঘাট সংলগ্ন ১০৫ কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে কর্দমাক্ত থাকে। ফলে সাধারণ মানুষের ভোগান্তির কোন শেষ থাকেনা। অথচ কোটি কোটি টাকায় সড়ক সংষ্কার করা হলেও মাত্র ১০৫ মিটার সড়ক এর বাইরে রাখা হয়েছে। সড়কের এই অংশটি পাকাকরণের ব্যয় হবে মাত্র ১০ লাখ টাকা। যেখানে সাড়ে চার কোটি টাকা সড়ক পাকাকরণের ব্যয় করা হচ্ছে সেখানে মাত্র ১০ লাখ টাকা বরাদ্দ না থাকায় সারাবছর দুর্ভোগ পোহাতে হবে গ্রামবাসীকে। স্থানীয়রা জানান, এই ১০৫ মিটার সড়ক স্থানীয় বাজারে গিয়ে মিশেছে। এই অংশ বাদ রেখে সড়ক পাকাকরণ করলে সাড়ে চার কোটি টাকার সড়ক কোন কাজেই আসবেনা। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ইতিমধ্যে এলজিইডি অফিসে গিয়ে সড়ক পাকাকরণের আবেদন জানিয়েছেন। কিন্তু সেখান থেকে বার বার আশ্বস্ত করা হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছেনা। স্থানীয়দের দাবীর মুখে উপজেলা প্রকৌশলী ১০৫ মিটার সড়ক করে দেয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বলেন, ১০৫ মিটার সংযোগ সড়ক পাকাকরণের জন্য ইতিমধ্যে প্রকল্প পরিচালক বরাবর রাস্তার ভেরিয়েশন প্রেরণ করা হয়েছে। কিন্তু ১০৫ মিটার অংশ প্রকল্পের জিডিপিতে অন্তর্র্ভূক্ত নেই বলে এই অংশটুকো বাদেই ভেরিয়েশন অনুমোদন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *