কুয়েতে বাংলাদেশ দূতাবাসের জাতীয় শোক দিবস পালন


জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিধি
কুয়েতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ দিন সকালে দূতাবাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকালে দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং এসময় বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকল শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য আলোচনা সভা শুরু হয়।
সভার শুরুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, মোহাম্মদ আবুল হোসেন, মিনিষ্টার (শ্রম), মোঃ ইকবাল আখতার, প্রথম সচিব ও কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা), নিয়াজ মোর্শেদ প্রথম সচিব ও দূতালয় প্রধান।
উন্মুক্ত আলোচনা প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে মুক্তিযুদ্ধের চেতনাকে অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।