বরিশাল বাংলাদেশ

ঝালকাঠি কাঁঠালিয়ায় সংঘর্ষে নিহত – ১

images 1
print news

মো: ইমরান হোসেন

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান,

ছোনাউটা মোলাখালীতে বিকেলে আলতাফ ও চাঁনমিয়ার সঙ্গে কবির মোল্লার জমিজমার বিরোধ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দা, রামদা নিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হন। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫), অপর পক্ষের মো. আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হন। আহত গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। আটকরা হলেন- মো. আলতাফ (৬২), তার ছেলে মো. মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেজভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। নিহত কবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *