মুজিব


মো. নাফিজুর আলম
মুজিব তুমি ঘুমিয়ে আছো সবার অন্তর মাঝে,
তোমার অভাবে কষ্টে সবে সকাল, দুপুর, সাঝে।
মুজিব তুমি মরেও রয়েছ অমর
তুমি বাঙালির অকৃত্রিম স্নেহ -প্রেম ও ভালোবাসা,
তোমাকে নিয়ে বাংলাবাসীর ছিল অনেক আশা।
বাঙালির মুখের হাসির জন্য তুমি করেছ বহু কষ্ট,
জীবন বাজি রেখে স্বাধীন করায় তুমি আজ শ্রেষ্ঠ।
তোমার সাহস ও কর্মের তুলনা হয় না কারো সাথে,
তোমার ডাকে বাংলাবাসী স্বাধীনতা যুদ্ধে মাতে।
বাংলার স্বাধীনতায় রয়েছে অনেকের অবদান,
তাদের মাঝে শ্রেষ্ঠ তুমি শেখ মুজিবুর রহমান।
মো.নাফিজুর আলম
(এম বি বি এস, ৩য় বর্ষ)
ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, গাজীপুর।