উরফিকে হত্যার হুমকি


তার সাজপোশাক নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতি দিন কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে উরফি জাভেদের নাম। তবে শুধু সমালোচনা নয়, অনেক বার নানা হুমকিও পেয়েছেন তিনি। বুধবারই ঘটেছে সেই ঘটনা। টুইটে পোস্ট করলেন সেই হুমকি মেইল। যেখানে লেখা হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। মেইলটি করার সময় বিষয় হিসাবে লেখা হয়েছিল, খুব শীঘ্রই তোকে গুলি মেরে দেওয়া হবে। ওই ব্যক্তি আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত। টুইটে এই হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, আমার জীবনের প্রতি দিনের ঘটনা। তবে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই উরফির অনুরাগী বেশ বিরক্ত।
বিজ্ঞাপন
বেশির ভাগ দর্শকই তার পাশে দাঁড়িয়েছেন। এক জন উত্তরে লিখেছেন, তুমি চিন্তা কোরো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো। আবার অন্য এক জনের বক্তব্য, এদের এত গুরুত্ব দিও না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে।