বরিশাল বাংলাদেশ

তজুমদ্দিনে ভোক্তা অধিকারের অভিযান তিন ডায়াগনষ্টিক ও এক দোকানের জরিমানা

IMG 20230817 120503 scaled
print news

হেলাল উদ্দিন লিটন :

ভোলার তজুমদ্দিনে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেয়ায় বাজার তদারকির অভিযান চালিয়ে ৩টি ডায়াগনষ্টিক ও একটি মুদি দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ বিস্কুট থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ থেকে দুপুর পর্যন্ত উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তজুমদ্দিন থানা পুলিশ ও স্বাস্থ্য কর্মিরা তাদেরকে সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে ততজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডেঙ্গু পরীক্ষা-নিরিক্ষায় সরকার নির্ধারিত ৩শ টাকার পরিবর্তে ৫শ টাকা নেয়ায় তজুমদ্দিন ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ২হাজার টাকা, এ বর ডায়াগনষ্টিক সেন্টারকে ৩হাজার টাকা, মেসার্স নিউ ফেমাস ডায়াগনষ্টিক সেন্টারকে ৩হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে মেসার্স হাসনাইন ষ্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে ভোলা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু পরীক্ষা নিরিক্ষায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ৩টি ডায়াগনষ্টিক ও মোয়া উত্তীর্ণ বিস্কুট রাখায় একটি মুদি দোকানে বাজার তদারকির অভিযান চালিয়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে জানা তিনি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *