তারকারা তাদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ নিয়েই এই ফটো ফিচার…

বিয়ের সাজে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। ক্যাপশনে তিনি লিখেছেন, আমি হৃদয়হীন নই, আমি শুধু শিখেছি, কীভাবে সবাইকে হৃদয় থেকে কম কিছু দিতে।
367427605 876329933859601 8703164337527748667 n 64df80721dea3
বয়স তার কাছে যেন পাত্তা পাচ্ছে না। নতুন ছবিতে, অভিনয়ে ক্রমেই মোহময়ী জয়া আহসান। শুক্রবার সন্ধ্যা জয় আহসান ফেসবুকে পোস্ট করছেন কয়েকটি ছবি। তবে ক্যাপশনে তেমন কিছুই লেখেননি এই অভিনেত্রী। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার রূপের প্রশংসায় মেতেছেন ভক্তরা।
367396051 10229563070131786 2169294874817905560 n 64df8085bfcaf
‘জবা’ নামের একটি টিভি সিরিয়ালের শুটিং করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। শুটিং সেটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জীবন চলমান। সিরিয়াল ‘জবা’।
367422282 109313988933035 3482556527100692048 n 64df8090172b7
দুদিন আগে আরব আমিরাত গিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বরিশাল সমিতি, সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ ও  সাংবাদিক নেতৃবৃনন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই নায়ক।
365820993 866274994857637 5259464946907940943 n 64df80cb9b9a9
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির মেয়ে ইলহাম কোলে নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘একদিন ইলহামের সঙ্গে।’

 

366323176 846595203511532 2356274306468017303 n 64df80d693d1a
সংগীতশিল্পী ইমরান ও ঝিলিকের সঙ্গে ছবি পোস্ট করে শওকাত ইমন লিখেছেন, ‘সেরা কণ্ঠ ২০০৮ এর চ্যাম্পিয়ন ঝিলিক ও রানার্স আপ ইমরান। দুজনেই এখন পরিণত। অথচ দুজনের কোন ডুয়েট গান চলচ্চিত্রে হয়ে ওঠেনি। যা গতকাল ঘটিয়ে ফেললাম। বরাবরের মতই খুবই ভাল গেয়েছে দুজন। সেই সঙ্গে প্রিয় পরিচালক মোস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। বেশ আনন্দঘন পরিবেশ ছিল স্টুডিওতে।