সড়কে ঝরল দুই ভাইসহ ১৪ প্রাণ


বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে একজন নিহত ও ১৭ যাত্রী আহত হয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেছে দুই ভাইয়ের। এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা, নরসিংদীর রায়পুরা, গাইবান্ধার সাদুল্লাপুর, সাতক্ষীরার পাটকেলঘাটা, টাঙ্গাইল সদর, বাগেরহাটের ফকিরহাট, গাজীপুরের কালিয়াকৈর, সিরাজগঞ্জের শাহজাদপুর, পিরোজপুরের ইন্দুরকানী, ঝিনাইদহ সদর ও মুন্সীগঞ্জের শ্রীনগরে একজন করে নিহত হয়েছেন।
বরগুনার আমতলীর ঘটখালীতে শুক্রবার ভোরে কুয়াকাটাগামী পিকনিকের বাস খাদে পড়ে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন পেশার ৫০ জন যাত্রী গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটার উদ্দেশে রওনা হন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা পারুল, মেহেরুন নেছা, সেলিনা, রায়হান, রবিউল, পারভেজ, পেরু, মিরাতুন, ইরান, ইমরান, মঞ্জু, মাহফুজা, সৈকত, হাবিবা, দিনা, মাহবুবা ও পপি বেগম গুরুতর আহত হন।
চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। অবস্থা গুরুতর হওয়ায় ১৫ জনকে বরিশাল এবং পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত ইসলাম বেপারিকে (৫০) বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে পটুয়াখালীর হেতালিয়ায় তিনি মারা যান।
দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। গতকাল দুপুরে সিংড়া ইউনিয়নের বিরামহীনপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– ঘোড়াঘাটের হঠাৎপাড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪৩) এবং গাইবান্ধার পলাশবাড়ীর গণকপাড়া গ্রামের মহির মণ্ডলের ছেলে খালেদুল (৩৪)।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে হারুন অর রশিদ (৫২) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী মিনা খাতুন। হারুনের বাড়ি উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। গতকাল সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে দামুড়হুদা ব্র্যাক মোড়ে লেগুনার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারান। পরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ফের সংঘর্ষ হয়।
নরসিংদীর রায়পুরায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রমজান মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে রায়পুরা পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক্টর থেকে পড়ে রাতুল মিয়া (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল সকালে সাদুল্লাপুর শহরের পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন রাতুল। সময় ঝাঁকুনিতে তিনি ট্রাক্টর থেকে পড়ে গেলে চাকায় পিষ্ট হন।
সাতক্ষীরায় বাসের ধাক্কায় মাহামুদুল ইসলাম (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে পাটকেলঘাটা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার জাকির হোসেন (৩৮) নিহত হয়েছেন। গতকাল সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। জাকির টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মনছের আলীর ছেলে।
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নয়ন দে (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের লখপুরে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে গতকাল দুপুরে ছেলের মোটরসাইকেলে চড়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাপের বাড়ি যাচ্ছিলেন তারা বানু (৬৫)। পথে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের পেছনে ধাক্কায় ছিটকে পড়ে নিহত হন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাবনার আতাইকুলা উপজেলার বনগ্রামের ইব্রাহিমের ছেলে।
মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা আমির হোসেন (৪০) নিহত ও ছেলে বিল্লাল হোসেন আহত হয়েছেন। গতকাল সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। আমির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রামের বাসিন্দা।
পিরোজপুরের ইন্দুরকানীতে ইজিবাইকের চাপায় বুশরা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে ইন্দুরকানী-কলারন সড়কের বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদরের চুটলিয়া এলাকায় ট্রাকচাপায় মো. সুমন (২০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সুমন উপজেলার ডাকাতিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহর থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।