ঢাকা বাংলাদেশ

চালু হলো করোনা টিকার ওয়েবসাইট

surokkha samakal 64e0deb76e206
print news

টানা ১৬ দিন বন্ধ থাকার পর করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সম্পর্কিত পোর্টাল ‘সুরক্ষা’ শনিবার চালু হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ৩ আগস্ট থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার আব্দুল্লাহ আল রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওয়েবসাইটের নিরাপত্তা আরও জোরদার করার জন্য কিছু কাজ করতে হয়েছে। এজন্য বন্ধ রাখা হয়েছিল সুরক্ষা। সুরক্ষা সাইটটি তিন বছর আগে ডেভেলপ করা। এ কারণে এটি আপগ্রেড করা জরুরি হয়ে পড়েছিল। যেহেতু এটা অনেক বড় ডাটাবেজ, তাই তা খোলা রেখে কাজ করা যাচ্ছিল না। এতে ফাইল মিসিংয়ের আশঙ্কা ছিল, তাই শাটডাউনে রাখা হয়েছিল।’

তথ্য ও যোগযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সংস্থা আইসিটি অধিদপ্তর সুরক্ষা ওয়েবসাইটটি তৈরি করেছে। তারাই এটি দেখভালের দায়িত্বে।

সুরক্ষা থেকে করোনাভাইরাসের টিকার নিবন্ধন, টিকা কার্ড, টিকা সনদ ডাউনলোড করা যায়। টিকা কার্যক্রমের যাবতীয় তথ্য সংগ্রহ ও টিকা সনদ দেয় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা।

ওয়েবসাইট বন্ধ থাকায় গত কয়েকদিন ভোগান্তি পোহান ব্যবহারকারীরা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *