বিনোদন

মাথা ফেটেছে রাজের, পরীমনিও ভর্তি হাসপাতালে

00 entertainment desk 20230819172716
print news

ঢাকাই সিনেমায় সময়ের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। তাদের ব্যক্তিগত জীবনের সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর চাউর হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। সম্প্রতিই নিজেদের একমাত্র সন্তানের জন্মদিনে একসঙ্গে দেখা যায় পরীমনি ও শরীফুল রাজকে। এরমাঝেই নতুন খবর, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমনিও।

রাজের আহত হওয়ার বিষয়ে একটি সূত্র জানায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার (১৮ আগস্ট) রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

এদিকে হাসপাতালে থাকার কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন পরীমনি। পোস্ট করা ছবিতে ক্যানোলা হাতে দেখা যায় পরীমনিকে যার ক্যাপশনে লেখা ছিলো- ‘আমরা পরীতমা।’ ধারণা করা হচ্ছে অভিনেত্রী তমা মির্জা এবং পরীমনি একই হাসপাতালে রয়েছেন। কেননা পরীমনির সেই পোস্টে তমা মির্জা লেখেন, ‘আগে সুস্থ হই দুজনে।’ তবে কী কারণে পরীমনি অসুস্থ এ বিষয়ে অনেকেই কমেন্টে প্রশ্ন করলেও কোন উত্তর মেলেনি।

এর আগে জানা যায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিকে বুধবার (১৬ আগস্ট) রাতেই গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এসব মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। হাস্যজ্জল এসব ছবিতে রাতেই জানা গিয়েছিল, মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার এ তারকা দম্পতি। কিন্তু এর একদিন পার হতে না হতেই ভিন্ন দিকে মোড় নেয় পুরো ঘটনা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

এরপর রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। গত ২৯ মে দিবাগত রাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনি জানান, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *