বরিশাল বাংলাদেশ

নলছিটি-মোল্লারহাট আঞ্চলিক সড়কের বেহাল দশা, ভারী যানবাহন চলাচল বন্ধ

received 313472744391959
print news

প্রতিনিধি, নলছিটি,ঝালকাঠি :

নলছিটিতে সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়ক ধ্বসে বেহাল দশার কারনে বেশ কদিন ধরে ঢাকা-মোল্লারহাট রুটের পরিবহন, ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এর মধ্যেও ঝুকি নিয়ে চলছে অটো, মাহিন্দ্রা,পিকআপ ও মটরসাইকেলের মতো যানবাহনগুলো।এই পথে চলাচল করা যাত্রীরা জানান প্রয়োজনের তাগিদে তারা জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।সড়কটির সুরক্ষা বা সংস্কারে সংশ্লিষ্ট বিভাগ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।জোয়ারের পানির চাপ ও গত কদিনের অবিরাম বর্ষণে সড়কের পাশে বড়ো ধরনের ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় সড়কটির সম্পূর্ণ অংশ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যেই সড়কে চলাচল করা জনগনকে সচেতন করতে স্থানীয়রা গাছের ডাল কুপে রেখেছে। টানানো হয়নি লাল নিশান বা সাইনবোর্ডে।দূর্ঘটনা ঘটার ভয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। দিনের বেলায় ছোট ছোট যানবাহন চলাচলেও রাত হলে যানবাহন চলাচল করে না বললেই চলে। যেগুলো ঝুকি নিয়ে চলে তাদেরকে দিতে হয় অতিরিক্ত ভাড়া। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।ওই সড়কে চলাচলকারীদের সাথে কথা বলে জানা গেছে, নদীর সঙ্গে সংযুক্ত সুবিদপুর তাফালবাড়ি খালে জোয়ারের অতিরিক্ত পানির সাথে অবিরাম বর্ষায় কারনে পানির চাপ অত্যাধিক বেড়ে যাওয়ায় সড়কটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ ব্যাপারে আজিজুর রহমান জানান,বর্ষা ও জোয়ারের পানির জন্যই রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখনই এই রাস্তা মেরামত করা না হলে অচিরেই রাস্তাটি খালের পেটে চলে যাবে।এই সড়কটি দিয়ে নলছিটি উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর ,নিয়ামতিসহ বিভিন্ন এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ প্রতিদিন চলাচল করে।
ঢাকা-মোল্লারহাট বেপারি পরিবহনের কাউন্টারম্যান সাগর হোসেন বলেন,সড়কটি ফাটল ও ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাফালবাড়ি এলাকার যে অবস্থা তাতে পরিবহন চলাচল সম্ভব নয়। তাই দ্রুত এই সড়ক সংস্কার না হলে ঢাকা-মোল্লারহাট রুটে যাত্রীবাহী বাস চালানো সম্ভব হবে না।

এই সড়কের পাশের ব্যবসায়ীরা জানান,তাদের মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছে। ফলে তারা ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হহচ্ছেন। সড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। সড়কটির ভাঙন রোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফফার খান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সড়কটি ভাঙন থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে প্রকৌশলী সাথে কথা বলব।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু বলেন এই সড়কটি নলছিটি শহরের সাথে সড়ক পথে যোগাযোগ করার অন্যতম সড়ক। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভোগান্তি চরম হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে যোগাযোগ করে ব্যবস্থা নিবো।
সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ভাঙনের বিষয়ে তিনি জানতেন না। সড়ক সুরক্ষায় তার অফিসের সহকারী পাঠিয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নিবেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *