ঝালকাঠি প্রাণিসম্পদ বিভাগে নিলাম ছাড়াই সরকারি অফিসের ৭ ফ্রিজ তিন হাজার টাকায় বিক্রি


মো: ইমরান হোসেন :
কোনোরকম নিলাম ছাড়াই ঝালকাঠি প্রাণিসম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাবপত্র ও মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। রবিবার (২০ আগস্ট) বিকাল ৩টায় সরেজমিন প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসের সব পুরাতন মালামাল ভ্যানে তোলা হচ্ছে।
নিলাম বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ মালামাল বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে মালামাল রেখে ক্রেতা সটকে পড়েন।
ক্রেতা মো. লিটন সাংবাদিকদের জানান, তিনি এখানকার পুরাতন আসবাবপত্র ও মালামাল কিনেছেন। এর মধ্যে রয়েছে কলাপসিবল গেট, ৭টা ফ্রিজ ও ৪৬ টাকা দরে ৯০ কেজি জানালার গ্রিলসহ পুরাতন অফিস সামগ্রী।
একটি সূত্র জানিয়েছে, জেলা প্রাণিসম্পদ হাসপাতালের নাইট গার্ড হাফিজ ও অ্যানিমেল অ্যাটেনডেন্ট মশিউর এসব মালামাল বিক্রি করেছে। তবে অফিস কর্মকর্তাকে ম্যানেজ করেই তারা এ কাজ করছেন বলে অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন।
অভিযুক্ত হাফিজ দাবি করেন, ৭টা ফ্রিজ তিন হাজার ও ৪০ টাকা দরে ৫৫ কেজি লোহার দাম বলছে। তখন আমাদের অফিসের মশিউর বলছেন যা দাম বলছে তাতেই বিক্রি করে দেই।
অফিসের ক্যাশিয়ার মোশারেফ হোসেন বলেন, এ মাল কে বিক্রি করে তা আমরা জানি না। আর স্যার দুই দিন হলো এসেছে তাই তিনিও কিছু জানেন না।
এ বিষয়ে মালামালের দায়িত্বে থাকা স্টোর কিপার দোলোয়ার হোসেন বলেন, অফিসের মালামাল এক রুম থেকে অন্যরুমে নেওয়ার জন্য ভ্যানে ওঠানো হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এর বেশি কিছুই বলতে পারবো না।