রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে এক রাতে আওয়ামী লীগকে শেষ করে দেবে: কাদের

Oka11 20230826 183649080
print news

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটি আবার ক্ষমতায় আসতে পারলে এক রাতে আওয়ামী লীগকে শেষ করে দেবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন-বিএনপির তিনটি গুণ। সামনে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় চকবাজার মসজিদের ইমাম সাহেব বয়ান করেন। জনগণ বেকুব না। তারা ভুয়া, তাদের দফাও ভুয়া।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘যে বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তারাই বলে ক্ষমতায় এলে আওয়ামী লীগের কিছু হবে না। বিএনপির কথায় কাজে মিল নেই। সামনে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন-বিএনপির তিনটি গুণ। সামনে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় চকবাজার মসজিদের ইমাম সাহেব বয়ান করেন। জনগণ বেকুব না। তারা ভুয়া, তাদের দফাও ভুয়া।’

শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তার মতো জনদরদি নেতা বাংলাদেশে আর কেউ নেই। তার মতো দক্ষ প্রশাসক দেশে আর নেই। বিশ্ব সংকটে যিনি বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন, তার চেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশে আর কেউ নেই। পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার বিকল্পও কেউ নেই।’

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সব দলের উদ্দেশে বলেন- বুকে হাত দিয়ে বলুন শেখ হাসিনার মতো যোগ্য নেতা আর কে আছে?

ওবায়দুল কাদের বলেন, ‘যে বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তারাই বলে ক্ষমতায় এলে আওয়ামী লীগের কিছু হবে না। বিএনপির কথায় কাজে মিল নেই। সামনে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে।’

বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশকে বলে দেওয়া হয়েছে বিএনপি সমাবেশ করুক, বিক্ষোভ করুক, কাউকে বাধা দেওয়ার দরকার নেই।’

কাদের বলেন, ‘শেখ হাসিনার নির্দেশ তাদের কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না। শেখ হাসিনা মানুষের দুঃখ বোঝেন, তিনি যা ওয়াদা করেন তা পালনও করেন।’

বিএনপি জঙ্গিবাদের অপরাধে অপরাধী মন্তব্য করে তিনি বলেন, তারা যে অপরাধে অপরাধী সেই অপরাধ আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। এটা তাদের কূটকৌশল।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *