জাতীয় নির্বাচনে অংশ নেবেন চিত্রনায়িকা মাহি


পর্দায় এখন তার উপস্থিতি নেই বললেই চলে। সিনেমা থেকে ‘অঘোষিত’ বিরতি নিয়ে এখন রাজনীতিতে মন দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানালেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন তিনি।
মাহি বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় প্রোগ্রামে।
জাতীয় নির্বাচনের মনোনয়ন কিনবেন জানিয়ে মাহিয়া মাহি গণমাধ্যমে বলেন, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনবো।’
জাতীয় শোক দিবসের কারণে ২০ আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন মাহিয়া মাহি। এরপর থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ এতিম খানায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর খাতুন জান্নাত ফাতিমা (র:) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, গোমস্তাপুর উপজেলায় রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল করেছেন তিনি।