বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বন্দুক উপহার দিয়ে রিল বানালেন নেতা


স্ত্রীর হাতে বন্দুক ধরিয়ে দিয়ে রিল বানালেন তৃণমূলের নেতা। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এই বন্দুক উপহার দিয়েছেন তিনি। তারপর সেই উপহার দেওয়া বন্দুক নিয়ে রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন তৃণমূল নেতা।
ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ছবি। যদিও সেই বন্দুকটি আসল না নকল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
রিয়াজুল হক নামে ওই প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামে। তৃণমূলের রামপুরহাট-১ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন তিনি। মাস দু’য়েক আগেই সেই পদে ইস্তফা দিয়েছেন তিনি। সেই প্রাক্তন তৃণমূল নেতাই আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্ত্রীর হাতে এই বন্দুক ধরিয়ে রিল বানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষের মধ্যে সেই রিল ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় জেলার রাজনীতিতে। আর এই বিতর্কের মধ্যেই সেই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন তিনি। এই প্রাক্তন তৃণমূল নেতার এমন পোস্ট ঘিরে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবির।
বিজেপির তরফে সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, ‘রামপুরহাটে তৃণমূলের এক পদত্যাগী নেতার পোস্ট দেখলাম। তিনি নিজের বিবাহবার্ষিকীতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করছেন। এখানে কী বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? কেনোই বা এই ধরনের পোস্ট করা হচ্ছে? এটা কি তালিবানি শক্তির প্রচার শুরু হচ্ছে? বিভিন্ন রকমের প্রশ্ন উঠে আসছে। এই অস্ত্র এলো কোথা থেকে? আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি।’
অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন ওটি খেলনা বন্দুক।