রাজনীতি

রাজাপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এর উপর সদস্য সচিব’র হামলা

Untitle 3
print news

ঝালকাঠি রাজাপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন উপর পরিকল্পিত ভাবে হামলা করেছে রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা। মঙ্গলবার ২৯ আগষ্ট রাত সাতটার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আহ্বায়ক এর উপর এই হামলার ঘটনা ঘটে।
বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতা জানান রফিক মৃধা দীর্ঘদিন যাবত তার নিজস্ব কিছু পোলাপান নিয়ে কার্যক্রম চালাচ্ছে। দলীয় ছাত্রদলের নেতাকর্মীদের কোনো খোজ খবর নিচ্ছে না তাই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীদের সাথে রফিক মৃধার সাথে দূরত্ব চলছে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা রফিক মৃধা বাদে অন্যসব উপজেলার নেতাদের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার দেওয়ায় সদস্য সচিব রফিক ক্ষোভে ও হিংসার পরে আহ্বায়ক আল ইমরান কিরন এর উপর এই অতর্কিত হামলা চালায়।

Untitled 9রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক নেতা জানান আমাদের পার্টি অফিসে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা চলছিল হঠাৎ ছাত্রদল নেতা রফিক মৃধা তার চাচত ভাই ও আরো কিছু পোলাপান নিয়ে আল ইমরান কিরন এর উপর অতর্কিত হামলা চালায়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন জানান ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী বাস্তবায়নের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মী নিয়ে অফিসে মতবিনিময় করতে ছিলাম হঠাৎ করে সদস্য সচিব রফিক মৃধা একদল বাহিনী নিয়ে কিছু বোঝার আগেই অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, ঘটনা আমাদের দলের সিনিয়র নেতাদের সামনে বসেই ঘটেছে আমরা শীঘ্রই দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
এ বিষয়ে সদস্য সচিব রফিক মৃধার কাছে জানার জন্য ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *